কক্সবাজারে টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আমিন ও হেলাল উদ্দীন নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে তিন পুলিশ সদস্য।
মঙ্গলবার ভোরে টেকনাফের উত্তর শিলখালী সাপমারা পাহাড়ের নীচে এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবর পেয়ে পুলিশ টেকনাফের উত্তর শিলখালী সাপ মারা পাহাড়ে অভিযান চালানো হয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আমিন ও হেলালকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করে। এসময় ঘটনাস্থল থেকে ৫ হাজার ইয়াবা, দুটি অস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি