প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বে বিশ্ব নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন বক্তারা।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন বক্তারা। মো. হাবিবের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাধরণ সম্পাদক এম এইচ খানসহ আরো অনেকে। এ সময় বক্তারা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি