ফটিকছড়িতে এক অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের ওমর কাজী বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, উপজেলার ওমর কাজীর বাড়ির সামনে সকালে এলাকাবাসী ওই ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ব্যাপারে ভূজপুর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এলাকাবাসীরা কেউ তাকে চেনেও না। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি