বোয়ালখালীতে স্ত্রীকে পিঠিয়ে হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীর আলমকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মশিউর রহমান খান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের এ্যাডভোকেট জানান, স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীর আলমকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।স্বাক্ষ্য প্রমাণ না থাকায় মামলায় জাহাঙ্গীরের ভাই আবদুল আলমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গত ২০১০ সালের ২৯ ডিসেম্বর স্ত্রী শামীমাকে পিটিয়ে হত্যা করে জাহাঙ্গীর। এ ঘটনায় শামীমার ভাই বাদী হয়ে মামলা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি