চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর ফরেস্ট গেইট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সোহেল নামে ১০ মামলার আসামি গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রুহুল আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ষোলশহর ফরেস্ট গেইট এলাকায় ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ছিনতাইকারীরা। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয় সোহেল। ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি