দূর্গাপূজা উপলক্ষ্যে পটিয়া উপজেলার সনাতন সম্প্রদায়ের লোকজনের যাতায়াতের সুবিধার্থে ৩ দিনব্যাপী বিনামূল্যে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে।
সকালে নগরীর কর্ণফূলী সেতু এলাকায় এ বাস সার্ভিসের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, পূজা পার্বন ও ঈদকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু পরিবহণ মালিক-শ্রমিক অতিরিক্ত ভাড়া আদায় করে। এর থেকে পরিত্রাণের জন্য এ সার্ভিসের আয়োজন করা। আজ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সকাল নয়টা থেকে রাত ১২ পর্যন্ত এ সার্ভিস চালু থাকবে। এ সময় উপজেলা চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি