চট্টগ্রাম নগরের কোতোয়ালীর কাজির দেউড়িতে ট্রাকের ধাক্কায় ইব্রাহিম খলিল নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
শনিবার রাতে কাজির দেউড়ির বিমান অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম ওয়াসার কাজে নিয়োজিত একটি গাড়ি খলিলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি