চট্টগ্রাম নগরীর বিভিন্ন মন্দিরে দেবী দুর্গার প্রতি ভক্তদের ভক্তিতে জমজমাট হয়ে উঠেছে পূজা মণ্ডপগুলো।
আজ (সোমবার) সকাল থেকে নবমীর বিহিতপূজার মধ্য দিয়ে চট্টগ্রামের সকল মন্দিরে নানা আচার আনুষ্ঠানিকতায় বরণ করা হয় দেবী দুর্গাকে। পরে ষোল-উপকরণ দিয়ে মা দুর্গাকে অঞ্জলি আর ভক্তি নিবেদন করেন ভক্তরা। নবমীর সকাল মানে, অশুভ শক্তি থেকে মুক্তি। শারদীয় দূর্গা উৎসবের নবমীর এই দিনটিতে দেবী দুর্গা অসুরকে বধ করেছিলেন। শ্রী রামচন্দ্র দুর্গার শক্তি আর আশীর্বাদ নিয়ে এই দিনে অশুভ রাবণকে বিনাশ করেছিলেন বলে শাস্ত্র মতে একে অকাল বোধন বলা হয়। আগামীকাল বিজয়া দশমীর মধ্যে দিয়ে তা পরিপূর্ণতা লাভ করবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি