চট্টগ্রামের রাউজান ও বাঁশখালিতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
আজ (সোমবার) সকালে বাঁশখালী উপজেলার কালীপুর পালেগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে টমাস মণ্ডল ও জিয়াউল হক নামে ২ জন নিহত হয়। এ ঘটনায় ঘটনাস্থলে মারা যান টমাস । মুমূর্ষু অবস্থায় জিয়াউলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মামুন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, রাউজান উপজেলার জানালীহাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জয়ব্রত ধর নামে এক যুবক নিহত হয়েছে