নগরীর নাজির পাড়া এলাকায় যৌতুক না দেয়ায় এক নববধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নববধূ শারমিন আক্তার সুমি হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সোলায়মান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সুমির মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে সুমির ওপর শারীরিক নির্যাতন করা হতো। এ ঘটনায় সুমির মা চেমন আরা বেগম বাদি হয়ে সুমির স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি