এ কে এম ফজলুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হাটহাজারী মাদ্রাসা একাদশ।
দুপুরে হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতি ও রাউজান উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় কিষোয়ান স্পোর্টিং ক্লাবকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে জয়লাভ করে হাটহাজারী মাদ্রাসা। এ সময় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগসহ অন্যরা উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি ও ১ লাখ টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিরা।
https://youtu.be/cHf_vQE6B8o
নিউজ ডেস্ক/বিজয় টিভি