টেকনাফে হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকালে সম্মেলনের উদ্বোধন করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সরওয়ার আলম।
সংগঠনের আহ্বায়ক ওয়াজ করিমের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ আবদুর রহমান বদি, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েলসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, টেকনাফের আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবক লীগের অবদান রয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উখিয়া-টেকনাফের উন্নয়নে স্বেচ্ছাসেবক লীগকে আরো অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা। পরে স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে ওয়াজ করিমকে সভাপতি ও রাশেদুল ইসলাম সিকদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি