প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান মাদক, নিরাপদ খাদ্য ও দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে ফটিকছড়িতে আনন্দ মিছিল হয়েছে।
সকালে ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিবিরহাট বাজারের গুরুত্ত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়। পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র ইসমাইল হোসেনের সভাপতিত্ত্বে এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দীনসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি