বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের রিজিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
আজ (সোমবার) সকালে টেকনাফে সমুদ্র সৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রিসোর্ট’ এর সম্মেলন কক্ষে দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে এ বৈঠক হয়। বিজিবি জানায়, বৈঠকে অংশ নিতে মিয়ানমারের সীমান্তরক্ষী ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল মিং টু এর নেতৃত্বে সে দেশের ১৪ প্রতিনিধিদল সকালে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটে পৌঁছে। সেখানে থেকে সেন্ট্রাল রিসোর্টে বৈঠকে যোগ দেয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান। বৈঠকে দুই দেশের সম্পর্ক, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি