বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর গৌরবগাঁথা নতুন প্রজন্মসহ দেশের সকল মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
সোমবার সকালে চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর সামাজিক ও অর্থনৈতিক দর্শন: বর্তমান বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসীর মামুন। তিনি বলেন, বঙ্গবন্ধু শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়ে নিরক্ষরতা দূরীকরণের যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল্যাহসহ অন্যরা। ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি