সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচন ও বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। সাতকানিয়া উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্য মতে, নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সদস্য পদে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে নিয়োজিত ছিল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি