বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।
ইউনিয়নগুলো হলো নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি ও ঘুমধুম। তবে নিবার্চনে বিএনপির কোনো প্রার্থী অংশগ্রহণ না করায় তেমন কোনো উত্তেজনা চোখে পড়েনি।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবিসহ মোতায়েন রয়েছিল। তিনটি ইউপিতে প্রতিদ্বন্দিতা করেন চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ মেম্বার পদে ৯৪ জন ও মহিলা মেম্বার পদে ২৮ জন প্রার্থী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি