চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিক্সা ও কাভার্ডভ্যান সংঘর্ষে সুভাশ কান্তিসহ আরো একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।
আজ (মঙ্গলবার) সকালে উপজেলার ঝিওরী চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে বাঁশখালী থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ঝিওরী চেয়ারম্যান ঘাটা এলাকায় পৌঁছালে, দুইটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সাকে ওভারটেকিং করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগীতায় গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে আরো এক যাত্রীর মৃত্যু হয় । তবে তার নাম ও পরিচয় জানা যায়নি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি