চট্টগ্রামের কদমতলী বাটালীরোড এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ রেলওয়ের জায়গায় নির্মিত প্রায় দুইশতাধিক বসতঘর ও দোকানপাট উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে কদমতলী এলাকার বাটালিরোড জামতলা বস্তি, বয়লার কলোনিসহ নানা জায়গায় রেলওয়ের নিজস্ব জায়গায় অবৈধ স্থাপনা বানিয়ে বাস করে আসছিল একটি মহল।
স্থাপনাগুলো ছেড়ে দেয়ার জন্য গত কয়েকদিন ধরে মাইকিংসহ নানাভাবে সতর্কতাও করা হয় তাদের। অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে, বস্তিবাসীদের অভিযোগ, আগাম কোনো নোটিশ ছাড়াই অভিযান চালানো হয়েছে। ফলে বিপুল অংকের লোকসান গুনতে হয় তাদের।
নিউজ ডেস্ক / বিজয় টিভি