নাটোরের সিংড়া থেকে ৪ লাখ ৪০ হাজার জাল টাকা সহ দুই জনকে আটক করেছে র্যাব-৫। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পৌর এলাকা থেকে জাল টাকা সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা সিংড়ার শেরকোল আগপাড়া মহল্লার মৃত দেছের আলীর মোল্লার ছেলে সামাদ আলী মোল্লা ও একই এলাকার মৃত এরশাদ আলী সরকারের ছেলে কিসমান আলী সরকার।
র্যাব – ৫ সিপিসি ২ এর কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার দিকে সিংড়া পৌর এলাকায় বিশেষ অভিযান শুরু করে র্যাবের একটি দল।
অভিযানের এক পর্যায়ে তারা জানতে পারে স্থানীয় এক ধান ব্যাবসায়ী কাঞ্চন পালের সাথে সামাদ আলী মোল্লা ও কিসমান আলী সরকারের বড় অংকের একটি লেনদেন হবে। এ সময় র্যাব সদস্যরা পৌরসভা এলাকায় অবস্থান নেয়। পরে সামাদ মোল্লা ও কিসমান আলী তাদের কাছে পাওনা ৪ লাখ ৪০ হাজার টাকা কাঞ্চন পালকে বুঝিয়ে দেয়। রাত সাড়ে ১০ টার দিকে র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ওই জাল টাকা সহ আটক করে।
পরে আটককৃতদের র্যাব – সিপিসি ২ এর কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করে ঘটনার বর্ননা দেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি