টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে গাড়ী চালকদের মদ্যপান প্রতিরোধে ডোপ টেস্ট শুরু হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে হোয়াইক্যং ফাড়ির ইনচার্জ এসআই মহিউদ্দিন আহমদের নের্তৃত্বে উপস্থিত ছিলেন এএসআই হারুন অর রশিদ, কনস্টেবল মো. শাহেদসহ অন্যান্যরা। তারা জানান, এ কাজ নিয়মিত করলে দুর্ঘটনা কমার পাশাপাশি চালকদের মাদকমুক্ত রাখা সম্ভব হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি