‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্যে চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
এ উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে নগরীর ষোল শহরে র্যালি শেষে এলজিইডি ভবন মিলনায়তনে আলোচনা সভা হয়। সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিতকরণে চালকদের সচেতনতার পাশাপাশি পথচারিদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন। এদিকে, দিবসটি উপলক্ষে ‘রোটারি ক্লাব চিটাগাং’ এর উদ্যোগে ওয়াসার মোড়ে মোটর বাইক চালকদের হেলমেট বিতরণ করা হয়েছে।
এছাড়া, কক্সবাজারে জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে থেকে দিবস উপলক্ষ্যে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। অন্যদিকে, জেলার টেকনাফে হাইওয়ে পুলিশ ফাড়ির উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি