ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। পরিচালক হাসানুজ্জামান জানান, নগরের পাঁচলাইশ, হালিশহর, বেপারিপাড়া ও আকবরশাহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। এছাড়া অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী ধ্বংস করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি