সীতাকুণ্ডে চিকিৎসক শাহ আলম হত্যার প্রধান সন্দেহভাজন নজির আহমেদ সুমন প্রকাশ কালু নিহত হয়েছে। ভোরে বাঁশবাড়িয়া ইউনিয়নে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান মামুন জানান, গ্রেফতারকৃত ওমর ফারুকের দেয়া তথ্যের ভিক্তিতে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত ডাকাত দলের মূল হোতা কালুকে আটকের জন্য অভিযান চালানো হয়। এসময় তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কালু ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি