রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিপুময় তালুকদারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে ইউনিয়নের জিরোমাইল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার দুপুরে দিপুময় তালুকদারকে একদল সন্ত্রাসী বাড়ি ফেরার পথে অপরহণ করেন। তবে কী কারণ তাকে অপহরণ করা হয়েছিল এসব বিষয়ে কিছুই জানাতে পারেননি তারা। সকালে ওই এলাকায় তার মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়ন্তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি