আখাউড়ায় তিন বছরের সাজাপ্রাপ্ত ধন মিয়া (৩০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে আখাউড়া হীরাপুর গ্রাম থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ধন মিয়ার শরীরে ব্রাজিলের পোষাক থাকায় গ্রেফতার বিষয়টি এলাকার মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে।চাঞ্চল্যের সৃষ্টি করেছে উপজেলা জুড়ে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আজ দুপুর ১টায় পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠিয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি