চট্টগ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মোবাইল চার্জার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
এক সপ্তাহ আগে চার্জার বিস্ফোরণে দগ্ধ হওয়া স্বামী-স্ত্রী ও মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে আমির ও সন্ধ্যায় আনিকা মারা যায়। পরদিন ভোরে মৃত্যু হয় আমিরের স্ত্রী খালেদা। ঘটনার দিনই তাদের ছেলে আশরাফুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
উল্লেখ্য গত ১৮ অক্টোবর মোবাইলের চার্জার লাগানোর সময় শর্টসার্কিট হয়ে চার্জারটি বিস্ফোরিত হলে খালেদার চুলে আগুন লাগে। এ সময় মাকে বাঁচাতে ছেলে আশরাফুল এগিয়ে গেলে সেও দগ্ধ হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি