নারীদের আত্ম-সামাজিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।
গতকাল (শুক্রবার) চট্টগ্রাম নগরীর খুলশীস্থ কনকর্ড টাওয়ারে নারী উদ্যোক্তা সংগঠন ‘কালারস্ অব লাইফ’ এর প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে। এসময় তিনি পুরুষের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারীদের আরো এগিয়ে আসার আহ্বান জানান। ‘কালারস্ অব লাইফ’ এর সভাপতি শাকিলা গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিটাগাং উইমেন চেম্বার অব কমার্সের সাবেক সহ সভাপতি রুহি মোস্তাফা, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরীসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি