কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে ৮ লক্ষ পিস ইয়াবাসহ মো. জামাল হোসেন নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
দুপুরে র্যাব ১৫ এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে ইয়াবার একটি বড় চালান ইনানী এলাকা আসছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অবস্থান টের পেয়ে চোরাচালানে সম্পৃক্ত নুর হাফেজসহ ৫-৬ জন পালিয়ে যায়। পরে ট্রলার থেকে বস্তাভর্তি ইয়াবা আনলোড করার সময় জামালকে আটক করা হয়। র্যাবের দাবি জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি