জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বুধবার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া বাজার ও হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম আহমেদ।
গ্রেফতার তিনজন হলেন, মো. ইউনুস (২১), আতিকুল্লাহ (২৫) ও মো. আব্দুল্লাহ ( ২৬)। তিনজনের প্রত্যেকের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায়।
শামীম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া বাজার ও হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে মো. ইউনুস, আতিকুল্লাহ ও মো. আব্দুল্লাহ নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। তাদের তিনজনের কাছ থেকে মোট ৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি