তিনদিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকার পর পুনরাই শুরু হয়েছে ভারত থেকে পন্য আমদানি-রফতানি কার্যক্রম । ভারতীয় ট্রাক ড্রাইভাররা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিলে আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর ভারত থেকে পন্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে ।
গতকাল বুধবার বৈকালে সীমান্তের শূণ্য রেখায় বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন ও ভারত হিলির রপ্তানী কারক, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাথে সে দেশের ট্রাক ড্রাইভার মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকে ভারতীয় ট্রাক ড্রাইভারা জানান, হিলি পানামা পোর্ট অভ্যান্তরে ট্রাকে থাকা চাল খালাস করলে তারা আর জিরো পয়েন্ট আবরোধ করবেনা।
ড্রাইভারদের এমন দাবিতে গত রাতেই হিলি পানামা পোর্ট কর্তৃপক্ষ, আমদানিকারক ,সিএন্ডএফ এজেন্টের ও হিলি কাষ্টমসের সাথে আলোচনায় বন্দরে আটকে থাকা চাল বন্দরের ওয়ার হাইজে খালাসকরে রাখার সিন্ধান্ত হয়।
পরে আজ সকাল থেকে ভারতীয় ট্রাক থেকে চাল খালাস শুরু হয়েছে । এদিকে সকাল ১০টা থেকে ভারত থেকে পুনরায় আমদানি শুরু হয় ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি