চট্টগ্রামে সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর ঘটনায় বেসরকারি ম্যাক্স হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের ১১টি ত্রুটি খুঁজে পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এক নোটিসে তিনটি বিভাগে বিধি মোতাবেক লাইসেন্স নবায়ন না করা, কতব্যরত চিকিৎসক ও নার্সদের নিয়োগপত্র না থাকাসহ বিভিন্ন ত্রুটি উল্লেখ করা হয়।
এদিকে শিশু রাইফার মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনরা। নগরীর প্রেসক্লাব চত্তরে এই কর্মসূচির আয়োজন করা হয়। রাইফা হত্যায় জড়িতদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি