চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে মাসব্যাপী ১৩তম ইন্টারন্যাশনাল উইমেন’স এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৯। গতকাল বিকালে দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মাসব্যাপী মেলা পরিদর্শনের নিশ্চয়তা দিয়েছেন বাহারাইন, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বাণিজ্য প্রতিনিধিরা। মেলার পার্টনার কান্ট্রি হিসেবে আছে ইন্দোনেশিয়া। মেলায় ৩৫০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি