কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা, অস্ত্র ও গোলাবারুদসহ লুৎফুর রহমান ওরফে লুতিয়া ওরফে মানিককে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা, একটি শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদক এবং ডাকাতির অভিযোগে উখিয়া থানায় ১০টি মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
নিউজ ডেস্ক / বিজয় টিভি