আগামী দুই-তিন দিনের মধ্যে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০০ টাকার নিচে চলে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মো. সেলিম হোসেন।
সকালে চট্টগ্রামের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি। বলেন, বিশেষ মনিটরিং টিমের মাধ্যমে বাজার তদারকি চলছে এবং তা অব্যাহত থাকবে। এসময় সঠিক ডকুমেন্ট ছাড়া আড়তে পেঁয়াজ না তোলারও অঙ্গীকার করেছেন খাতুনগঞ্জের আড়তদাররা। বৈঠকে খাতুনগঞ্জের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ক্যাবে’র নেতৃবৃন্দরাসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি