আজ শেষ হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্ব। সেরা চারের টিকিট পেতে শনিবার রাত ৮টায় সামার এরিনায়, সুইডেনের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ৫২ বছর পর শিরোপা জয়ের হাতছানি ইংলিশদের সামনে।
তবে সুইডেনের বিপক্ষে কাজটা যে সহজ হবে না জানা আছে কেইনদের। তাই সতর্ক থাকছে সাউথগেটের শীষ্যরা। অন্যদিকে ১২ বছর পর বিশ্বকাপে আসা সুইডেন নিচ্ছেনা কোনও চাপ। থ্রী লায়ন্সদের বিপক্ষে ম্যাচটা উপভোগ করতে চায় তারা। টুনামেন্টের অপরম্যাচে স্বাগতিক রাশিয়াকে মোকাবিলা করবে ক্রোয়েশিয়া।
নিউজ ডেস্ক / বিজয় টিভি