ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র কারণে সেন্টমার্টিনে আটকে পড়া ১২’শ পর্যটক কক্সবাজার শহরে ফিরেছেন।
আজ (সোমবার) সকালে টেকনাফ নৌ জাহাজ ঘাট থেকে ৪টি জাহাজ তাদের উদ্ধার করে নিয়ে আসে। আটলান্টিক ক্রুজের টেকনাফ ইনচার্জ আব্দুল আজিজ জানান, জেলা প্রশাসনের নির্দেশে এবং আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আটকে পড়াদের নিয়ে আসতে তারা সেন্টমার্টিন যান। কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছিল। পরিস্থিতি ভালো হওয়ায় তাদেরকে টেকনাফ আনতে সকালে জাহাজ পাঠানো হয় এবং বিকেলের মধ্যে যাত্রী নিয়ে তারা ফিরে আসে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি