চট্টগ্রামে বেসরকারি ম্যাক্স হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনার প্রতিবাদে জেলার সকল বেসরকারি হাসপাতালে সেবা দেয়া বন্ধের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।
এতে একাত্মতা জানিয়েছেন বিএমএ’র নেতারাও। তবে চিকিৎসা সেবা বন্ধ করে জনদুর্ভোগ তৈরীকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভ্রাম্যামাণ আদালত।
এর আগে ম্যাক্স হাসপাতালে অভিযান চালায় র্যাব। এসময় ড্রাগ লাইসেন্স নবায়ন না করা, অদক্ষ টেকনিশিয়ান দিয়ে ল্যাব চালানো, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বাইরে থেকে টেষ্ট করিয়ে নিজেদের নামে রিপোর্ট দেয়াসহ নানা অনিয়মের প্রমাণ পায় তারা।
যে কারণে ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে এসব অনিয়ম দূর করার নির্দেশও দেয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি