বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে ও অর্থ বিভাগের সহযোগিতায় “স্কিলস ফর ইমপ্লয়েমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগাম” (সেইপ) প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে জনগোষ্ঠিকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষে জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
রোববার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এবং পায়াকট বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (সেইপ) জেন্ডার এন্ড সোশ্যাল ভেডেলপমেন্ট স্পেশালিষ্ট (যুগ্ম সচিব) সত্যজিত কর্মকার।
জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (সেইপ) সহকারি নির্বাহী প্রকল্প পরিচালক (উপ সচিব) মোহাম্মদ ওয়ালিদ হোসেন। কর্মশালায় জেলার বাস্তব প্রশিক্ষনের বিষয় তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রহিম। সেইপের মাধ্যমে দেশে প্রশিক্ষনের মাধ্যমে উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরেন সেইপের কর্মকর্তা।
কর্মশালায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, ‘দৈনিক চাঁপাই দর্পণ’র সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা পরিষদের সদস্য মোসা. হালিমা বেগম, চাঁপাইনবাবগঞ্জ আদিবাসী নেত্রী বিচিত্রা তিরকী, জেলা তথ্য অফিসার মো. ওয়াহেদুজ্জামান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, যুব উন্নয়নের উপ-পরিচালক জাভেদ ইকবাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সাহিদা আক্তার, মহানন্দা পলিটেকনিকের পরিচালক মো. আফসার আলীসহ অন্যরা।
উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন অফিস প্রধানগণ। কর্মশালায় প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে মানবসম্পদকে কাজে লাগানোর মাধ্যমে বৈদেশীক মুদ্রা অর্জন এবং দেশকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নেয়ার জন্য সকল পর্যায় থেকে প্রচারণার ও সহযোগিতার আহবান জানান বক্তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি