কুমিল্লা চৌদ্দগ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসার্ধিন রয়েছে।পুলিশ এ ঘটনায় শ্লীলতাহানী ও হামলার অভিযোগে ৪ জনকে আটক করেছে। দুপুরে চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনয়িনে এ ঘটনাটি ঘটেছে।
আহতরা হলনে-শ্রীপুর গ্রামরে হারুনুর রশিদ,মাইনুদ্দিন,জসিম উদ্দিন,আবু তাহের,আ: মুমিনের স্ত্রী নুরন্নাহার,শফিকুর রহমানও তারঁ মেয়ে নাছরিন আক্তার।
আহত মাইনুদ্দিন জানায়, চৌদ্দগ্রামরে শ্রীপুর গ্রামের আ: মুমিনের স্ত্রী নুরুন্নাহারকে বাসায় একা পেয়ে শ্লীলতা হানি করে ।তারঁ শোরচিৎকারে বাড়ীর লোকজর এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে জখম করে চিহিৃত সন্ত্রাসীরা ।
শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: শাহজালাল মজুমদার জানান,জমি সংক্রান্ত বিরোধের জেরে পুর্বে অনেকবার সালিশ হয়েছে। কিন্তু বিষয়টির সমাধান হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী ৪জনকে আটক করে। বাকীদেরও আটকের জন্য অভিযান অব্যহত আছে বলে জানালেন চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সল মিয়া।
নিউজ ডেস্ক / বিজয় টিভি