টেকনাফে সাড়ে আট হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪৩ লাখ টাকা। ভোরে উপজেলার হোয়াইক্যং বাজারের সামনে থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, হোয়াইক্যং বাজার সংলগ্ন সড়কের ওপর মাদক কেনাবেচার উদ্দেশ্যে ব্যবসায়ীরা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় দুই রোহিঙ্গা যুবকের বাজারের ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এদিকে কক্সবাজার-ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয়েছে ৯ হাজার ৬শ ৬৮ পিস ইয়াবা। এ ঘটনায় বাস চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি