কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ নুরুল আমিন ও সাইফুল ইসলাম নামে দু’জনকে আটক করেছে বিজিবি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৭৯৬ পিস ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি