রাজাকারের তালিকায় কীভাবে মুক্তিযোদ্ধার নাম আসলো, সে বিষয়ে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
দুপুরে তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, যারা দেশের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করলেন সেই মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারদের তালিকায় কিভাবে আসলো, তা আমার বোধগম্য নয় ।
এসময় মেহনতি শ্রমিকদের অনুরোধ করে মোহাম্মদ নাসিম বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াবেন না। নিজের শ্রম দিয়ে টাকা উপার্জন করুন। এই শ্রম দেশ উন্নয়নের কাজে লাগবে। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম।
নিউজ ডেস্ক/বিজয় টিভি