এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ-এর সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।
গতকাল বিকেলে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী আজীবন আপনাদের পাশে ছিলেন।
এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
চট্টগ্রামের যেকোনো বিপদে তিনি আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। তার আদর্শ ধারণ করে চট্টলবীর-এর পরিবার আপনাদের পাশে আছে এবং থাকবে বলেও জানান তিনি।
ইসলামিয়া কলেজ ছাত্রসংসদ-এর ব্যবস্থাপনায় নগরীর ২৯ নং মাদারবাড়ী ওয়ার্ডে অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রায় ৪০০ জন এর বেশি রোগীর চিকিৎসা প্রদান করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি