নোয়াখালীর মাইজদী বাজারে মঙ্গলবার বিকালে হিমাচল পরিবহন ও একুশে পরিবহন কাউন্টার থেকে ৩য় বারের মত ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৪ দিনের জেল দিলেন নোয়াখালী ডিসি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহসিয়া তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিআরটিএ পরিদর্শক ও সুধারাম থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, নোয়াখালী থেকে ঢাকায় ছেড়ে যাওয়া হিমাচল পরিবহন ও একুশে পরিবহন বাস কাউন্টারগুলো আইন কানুন না মেনে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। এর পরও যদি আরো অভিযোগ থাকে তা হলে এ অভিযান অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি