বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে মনির আহাম্মদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাকঢালার কালুকাটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মনির আহাম্মদ ও তার ছোট মেয়ে রাতে পাকা ধান মাড়াই শেষে ধান ক্ষেতের পাশে অস্থায়ীভাবে তৈরি টং ঘরে ঘুমোতে যায়।
পরে ভোর রাতে পাশের পাহাড় থেকে একদল বন্য হাতি তাদের ওপর হামলা চালায়। এসময় হাতির শুঁড় এবং পায়ের আঘাতে ঘটনাস্থলে মনিরের মৃত্যু হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি