গাজীপুরের কালিয়াকৈরের ভাতারিয়া এলাকার একটি বাড়ী থেকে ৬ মাস বয়সী এক শিশু অপহরণের দুই দিন পর টাঙ্গাইলের কালিহাতি এলাকা থেকে উদ্ধার করা হয়। এঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শিশুর মা রোজিনা আক্তার জানান, মঙ্গলবার বিকালে কালিয়াকৈর উপজেলার ভাতারিয়া এলাকার শামসুল কবিরের বাড়ীতে এক নারী শিশুটি বেড়ানো কথা বলে অপহরণ করে পালিয়ে যায়। পরে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুর মায়ের হাতে তুলে দেয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এসআই) মোশারফ হোসেন তুহিন জানান, শিশুটি নিয়ে ওই নারী একটি বাড়ীতে বিক্রি করতে গেলে তারা শিশুটিকে আটকিয়ে পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি