থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এছাড়া ১৫টি নির্দেশনাও দিয়েছে সিএমপি।
গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিক জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, হোটেল, ক্লাব ও বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ ও প্রকাশ্য স্থানে কোনো ধরনের সমাবেশ বা উৎসব না করাসহ বেশ কিছু নির্দেশনাও দেয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব নির্দেশনা মেনে চলার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি