ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিতাস নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার হরিপুরের নরহা গ্রামে প্র্রধান অতিথি থেকে পুনঃখনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম।
এ উপলক্ষে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃরাফিজ উদ্দিন আহমেদ,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃরহিম প্রমুখ।
প্রকল্পটি ৫ বছরে ২০২০ সালের এপ্রিল মাসে শেষ হবে।নৌবাহিনী ১১৯ কোটি ৪৪ লাখ টাকা চুক্তিতে ডিপিএম পদ্ধতিতে তিতাস নদী ও এ্যান্ডারসন খাল ,পাগলা নদীর ১০৩ কিলোমিটার খনন কাজ সম্পন্ন করুেব।
নিউজ ডেস্ক / বিজয় টিভি