সারাদেশের মতো চট্টগ্রামের প্রতিটি স্কুলে পালিত হয়েছে ‘বই উৎসব’। ইংরেজি নববর্ষের প্রথম দিন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
সকালে পটিয়া পুর্ব জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বই উৎসবে’র উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আজম নিজামী।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে খুবই আন্তরিক। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং শিক্ষামন্ত্রীদের আন্তরিকতায় আজ বছরের প্রথম দিনে দেশের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বই পাচ্ছে। এটা শিক্ষা মন্ত্রনালয়ের অনেক বড় সফলতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লোকমান হাকিম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, লায়ন এম এন ছাফাসহ অনেকে। এবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জেলার ২২ লাখ ৫ হাজার ৯৬৩ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে ২ কোটি ২ লাখ ১ হাজার ৯২০টি নতুন বই।
নিউজ ডেস্ক/বিজয় টিভি